সর্বশেষ খবর
বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

‘অ্যাসিড পানে’ গৃহবধূর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
'অ্যাসিড পানে' গৃহবধূর আত্মহত্যা

মানিকগঞ্জের সিংগাইরে ফাতেমা ওরফে প্রিয়া (২০) নামে এক গৃহবধূ অ্যাসিড পানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালের দিকে উপজেলার সিংগাইর সদর ইউনিয়নের গোবিন্ধল তালপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত প্রিয়া ওই এলাকার রিপন মিয়ার স্ত্রী ও একই উপজেলার চান্দহর ইউনিয়নের চর ফতেপুর গ্রামের জালাল উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে অ্যাসিড পান করেন প্রিয়া। কিছু বুঝে ওঠার আগেই তার মৃত্য হয়। পরে থানা পুলিশ খবর পেয়ে দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সিংগাইর সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু বলেন, আমি লোকমুখে শুনেছি নাইট্রেট অ্যাসিড খেয়ে মারা গেছে।

এ ব্যাপারে এসআই মাসুদ রানা শামীম বলেন, নিহতের মুখে ফোসকার দাগ আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে কীভাবে তার মৃত্য হয়েছে জানা যাবে।


আরো নিউজ