সর্বশেষ খবর
বাংলাদেশ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে বরগুনায় প্রার্থীদের নিয়ে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা

কে.এম রিয়াজুল ইসলাম,বরগুনা প্রতিনিধি
দক্ষিণ বাংলা বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে বরগুনায় প্রার্থীদের নিয়ে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা

বরগুনা পৌরসভা নির্বাচন ২০২১ উপলক্ষ্যে মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা বৃহস্পতিবার সকাল ১০টায় বরগুনা সদর থানা ক্যাম্পাসে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মাদ জাহাঙ্গীর মল্লিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাচন অফিসার নাজমুল আহসান, আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট কামরুল আহসান মহারাজ, বিএনপি এডভোকেট মোঃ হালিম, স্বতন্ত্র মোঃ শাহাদাত হোসেন, জাতীয় পার্টির আব্দুল জলিল হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা জালালুদ্দিন, মহিলা কাউন্সিলর প্রার্থী হোসনে আরা চম্পা, মোসাঃ রোজিনা আক্তার, কাউন্সিলর প্রার্থী শহীদুল ইসলাম নান্না, মনিরুজ্জামান জামাল, সা্ইফুল ইসলাম শামিম, তরিকুল ইসলাম টিটু, কবিরুর রহমান, মনিরুজ্জামান মনির, মাহমুদুল আহসান রনি, হুমায়ুন কবির, গৌরাং সিকদার প্রমুখ। মতবিনিময় সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাফর হোসেন হাওলাদার ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ বরগুনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীগণ।


আরো নিউজ