সর্বশেষ খবর
বাংলাদেশ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে দুটি দোকান পুড়ে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদকঃ
দক্ষিণ বাংলা রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় গভীর রাতে দুটি দোকান পুড়ে প্রায় সাত লক্ষ টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। ফায়ার সার্ভিস যাওয়ার পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা বাজারে শনিবার গভীর রাতে মোঃ গাজী তালুকদারের মিষ্টির দোকানের বিদ্যুৎতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে ওই মিষ্টির দোকান পুড়ে পাশের হারুন হাওলাদারের হার্ডওয়ারের দোকান আগুনে পুড়ে যায়। দুটি দোকান অগ্নিকান্ডে সম্পূর্ন ভস্মীভূত হয়ে প্রায় সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকানের মালিকরা। গৌরনদী থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনেন।


আরো নিউজ