সর্বশেষ খবর
বাংলাদেশ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

আগৈলঝাড়ায় অনাথ এতিম শিশুদের মাঝে সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ’র শীতবস্ত্র বিতরণ

এস এম শামীম, আগৈলঝাড়া
দক্ষিণ বাংলা সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

বরিশালের আগৈলঝাড়ায় বিভাগীয় বেবীহোম ছোটমনি নিবাসে আশ্রিত অসহায় এতিম ও অনাথ শিশুদের মাঝে শীতের পোষাক বিতরণ করেন জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। মানুষ মানুষের জন্য এই কথাটি আবারও প্রমান করলেন সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। দেশে মহামারি করোনা ভাইরাসে পুরো দেশ যখন স্থবির হয়ে পরেছে তখন বরিশালের (গৌরনদী-আগৈলঝাড়া) ভবিষৎ রাজনৈতিক কান্ডারী, যুব সমাজের অহংকার দক্ষিণ বাংলার উন্নয়নের রুপকার, সাবেক সফল চিফ হুইপ, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, মাননীয় মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর ছোট ছেলে সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ গৈলায় অবস্থিত বিভাগীয় বেবীহোম ছোটমনি নিবাসে আশ্রিত অসহায় এতিম ও অনাথ ২০জন শিশুদের মাঝে শীতের পোষাক বিতরণ করেন। সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ’র শীতের পোষাক পেয়ে বেবীহোম ছোটমনি নিবাসে আশ্রিত অসহায় এতিম ও অনাথ শিশুরা খুবেই খুশি ও আনন্দিত হয়েছে।


আরো নিউজ