সর্বশেষ খবর
বাংলাদেশ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

আগৈলঝাড়ায় আগাম ইরি-বোরো চাষে ব্যস্ত চাষিরা

এস এম শামীম, আগৈলঝাড়াঃ
দক্ষিণ বাংলা সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

বরিশালের অন্যতম শষ্য উৎপাদনকারী উপজেলা আগৈলঝাড়ায় আগাম চাষে নেমেছে ইরি-বোরো চাষিরা। চলতি ইরি-বোরো মৌসুমের শুরুতেই কনকনে শীত উপো করে উপজেলার বিভিন্ন এলাকায় বোরো ধানের চারা বীজ লাগাতে এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কৃষকেরা জানিয়েছেন, গতবারের চেয়ে এবার দ্বিগুন চাষীরা আগাম ইরি-বোরো চাষের জন্য কোমর বেঁধে মাঠে নেমেছেন। অন্যান্য বছরের ন্যায় এবারও ইরি-বোরোর পুরো মৌসুমে সার ও সেচকাজের জন্য সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হলে চলতি মৌসুমেও ইরি-বোরোতে বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। এছাড়া বর্তমান অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে বাম্পার ফলনের আশা করছে কৃষি সম্প্রসারণ বিভাগ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায় জানান, চলতি বোরো মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৯ হাজার ৩শ হেক্টর জমি ইরি-বোরো চাষের লমাত্রা নির্ধারণ করে উৎপাদনের লমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৪শ ৫০ মেট্রিক টন চাল। যার মধ্যে ৪৮ হাজার ৪শ মেট্টিক টন হাইব্রীড ও ২ হাজার ৫০ মেট্টিক টন উফসী চাল। তিনি আরো জানান, উপজেলায় মোট আবাদী জমির মধ্যে ৮ হাজার ৮শ হেক্টর জমিতে হাইব্রীড ধান ও ৫শ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল (উফসী) বোরো ধান আবাদ করা হবে। এর মধ্যে ৪শ ৫০হেক্টর জমিতে আগাম বোরো আবাদ করেছেন চাষিরা। কৃষি সম্প্রসারণ বিভাগের সূত্র মতে, চলতি রবি মৌসুমে ৯১জন চাষিকে সরিষা, ভুট্টা, মুগ, মশুর, খেসারী, আলু, আখ বীজ প্রদান করা হয়েছে। এছাড়াও সরকারের পুণর্বাসন বীজ সহায়তা, প্রোনোদনা, প্রকল্প ও রাজস্ব খাতের আওতায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪হাজার ৩শ ২৫জন কৃষক পরিবারকে ধান বীজসহ বিভিন্ন ধরনের বীজ সহায়তা প্রদান করা হয়েছে।


আরো নিউজ