বরিশালের আগৈলঝাড়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা এনজিও আভাসের প্লাটফরম সদস্যদের নিয়ে উপজেলা পর্যায় এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গতকাল রোববার সকালে উপজেলার জেলা পরিষদ ডাকবাংলো হল রুমে আভাসের সহ-সভাপতি ইউপি সদস্য শান্তনা বেগমের সভাপতিত্বে প্লাটফরম সদস্যদের নিয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংগঠন “আভাস” কর্তৃক বাস্তবায়িত ইউএসএআইডি ও ইউকেএইড অর্থায়নে এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর কারিগরি সহযোগীতায় প্লাটফরম সদস্যদের নিয়ে দিনব্যাপী বিভিন্ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী সৈয়দ নুরে আলম, আভাসের বরিশাল অফিসের সমন্বয়কারী নাসরিন খানম, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, মোঃ শামীমুল ইসলাম শামীম, প্লাটফরম সদস্য ও ইউপি সদস্য পবিত্র রানী রায়, নাসরিন আক্তার, নারী নেত্রী সুমা কর, বাসন্তী হালদার, মালতী বাড়ৈ, নিবেদিতা হালদার, সেলিনা বেগম, সমাজ সেবক হরেকৃষ্ণ রায় পলাশ, লিটন ফকির, আঃ আজিজ, কাজী মনিরুজ্জামান মনির, ইমাম আলাউদ্দিন প্রমুখ। পরে সকল সদস্যবৃন্দ বিগত দুই মাসে নারী ও শিশু নির্যাতন এবং বাল্য বিবাহ, করোনা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় আলোচনা করে। সভায় অংশগ্রহনকারী সকল সদস্য বাল্যবিবাহ বন্ধ এবং নারীর প্রতি সহিংসতা রোধে কার্যকর ভূমিকা পালন করবেন বলে জানান।