আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা প্রতীকের ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য আবেদন করেছেন। উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি রাসেল সরদার মেহেদী জানান, ৮ ফেব্রুয়ারী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষনা করেছেন। এর মধ্যে ১নং রাজিহার ইউনিয়নে হাতপাখা প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশী হলেন মোঃ ইখতিয়ার হাওলাদার, ২নং বাকাল ইউনিয়নে হাতপাখা প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশী হলেন মোঃ জাকারিয়া বক্তিয়ার ফরিদী, ৩নং বাগধা ইউনিয়নে হাতপাখা প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশী হলেন আলহাজ্ব আব্দুল কাদের, ৪নং গৈলা ইউনিয়নে হাতপাখা প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশী হলেন মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী ও ৫নং রত্নপুর ইউনিয়নে হাতপাখা প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশী হলেন মোঃ হাফিজুর রহমান মোল্লা। চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষনা শেষে পীর সাহেব চরমোনাই প্রতিদ্বন্ধীতাকারী প্রার্থীদেরকে হাতপাখা মনোগ্রাম খচিত ব্যাজ পড়িয়ে দেন।