সর্বশেষ খবর
বাংলাদেশ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস এম শামীম, আগৈলঝাড়াঃ
দক্ষিণ বাংলা মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও সুধীজনদের সাথে নবাগত বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে উপজেলার শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম এর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাগত বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট জসীম উদ্দীন হায়দার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট জসীম উদ্দীন হায়দার প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, শহীদ বীর মুক্তিযোদ্ধাসহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। তার বক্তব্যে আরো বলেন, মুক্তিযোদ্ধাদের কারনে আজ দেশ স্বাধীন হয়েছে, আজ এই স্বাধীন দেশের নাগরিক হিসেবে সকল মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হবে। এসময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম এর উদ্যেশে বলেন, এই উপজেলায় মুক্তিযোদ্ধাদের জন্য একটি নির্ধারিত স্থানে শহীদ মুক্তিযোদ্ধা এবং যে সকল মুক্তিযোদ্ধা বেঁচে আছেন তাদের জন্য দুটি নামফলক করার জন্য বলেন। তিনি আরো বলেন, আমার দরজা সকল মানুষের জন্য সব সময় খোলা রয়েছে। যে কোন সময় যে কোন মানুষ গিয়ে তাদের কথা বলতে পারবেন আমার সাথে। আমাকে সরকার মানুষের সেবা করার জন্য বরিশালে জেলা প্রশাসক হিসেবে প্রেরন করেছে। সরকারের উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে আমি আপনাদের সহযোগীতা কামনা করি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মলিনা রানী রায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুশান্ত বালা, কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন সুধীজন। মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার “আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’’ মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় আগৈলঝাড়ায় ভূমিহীন ও গৃহহীনদের নির্মাণাধীন সেমি পাকা বাড়ি পরিদর্শণ সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি পাকা বাড়ির কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন। জেলা প্রশাসকের সাথে জেলা ও আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ ইউপি চেয়ারম্যানগন তার সাথে ছিলেন।


আরো নিউজ