আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় সেইভ দ্যা চিল্ডরেনের সহযোগীতায় ৫দিন ব্যাপী ওয়াস আইপিসি’র প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, রোববার সকালে উপজেলা হাসপাতালের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে সেইভ দ্যা চিল্ডরেনের সহযোগীতায় উপজেলা হাসপাতালের আয়োজনে ৫দিন ব্যাপী ওয়াস আইপিসি’র প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ বাসুদেব কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক ডাঃ মামুন মোল্লা, ডাঃ জাহেদ হোসেন, ডাঃ রাজু বিশ্বাস, ডাঃ সমীরন হালদার, ডাঃ আলামিন হোসেন, ডাঃ অনামিকা রায়, ডাঃ হাফিজুর রহমান দিপু, ওয়াস প্রজেক্টের ডেপুটি ম্যানেজার ডাঃ রিফাত হান্নান, ওয়াস প্রজেক্টের সিনিয়র অফিসার বিপ্লব হোসেন, মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই মোঃ মিজানুর রহমান, স্যানেটারী ইন্সেপেক্টর সুকলাল সিকদার, নার্স মৃদুলা কর, দিপালী মন্ডল প্রমুখ। এসময় প্রধান অতিথি বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ বাসুদেব কুমার দাস বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে মাস্ক পরিধান ও বেশি বেশি হাত ধোয়ার ব্যাপারে সচেতন করতে হবে।