সর্বশেষ খবর
বাংলাদেশ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

আগৈলঝাড়ায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রতিনিধি
দক্ষিণ বাংলা সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
আগৈলঝাড়ায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“নিজে সুস্থ থাকি, সবাইকে সুস্থ রাখি” “একের সংক্রমন দেশের ঝুঁকি, সবাই মিলে সজাগ থাকি” এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি, লিফলেট, মাস্ক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) প্রচারনায় ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি, লিফলেট, মাস্ক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের সামন থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও পরিষদ চত্ত¡রে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম, দি হাঙ্গার প্রজেক্টের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মোঃ মোজাম্মেল হোসেন। পরে সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় পিএফজি উপজেলা সম্বনয়কারী জেমস রিপন বাড়ৈর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পিস ফেসিলেটর গ্রæপের বরিশাল বিভাগীয় অ্যাম্বাসেডর নেটওয়ার্ক উপদেষ্টা মোঃ মাহ্বুবুল ইসলাম (মাহ্বুব), যুগ্ন সমন্বায়ক মোঃ জসিম উদ্দিন সরদার, নির্বাহী সদস্য সুমা কর, প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, মোঃ সাইফুল ইসলাম লিটন, সদস্য সাংবাদিক শামীমুল ইসলাম শামীম, চিন্ময় চ্যাটার্জী, মমতাজ বেগম, প্রদীপ রায়, পবিত্র রানী বাড়ৈ, শান্তনা বেগম, সাংবাদিক সাইফুল ইসলাম, আবুল কালাম মোল্লা, আবু হানিফ মৃধা, রেভা রানী রায়, নতুন সদস্যদের মধ্যে হরেকৃষ্ণ রায় পলাশ, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী, সুমন্ত রায়, চন্দনা বাড়ৈ, অমল রায়, গিলবাট ব্যাপারী, ঊষা মিস্ত্রী, মুক্তিযোদ্ধা কেএম সামসুর রহমান, নিবেদিতা হালদার। এছাড়াও উপজেলার ৫ টি ইউনিয়নে মাইকিং করে করোনা সচেতনেতা প্রচার করা হয়।


আরো নিউজ