সর্বশেষ খবর
বাংলাদেশ, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

আগৈলঝাড়ায় কীর্তন ও পূজা উদযাপন কমিটির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

এস এম শামীম, আগৈলঝাড়া
দক্ষিণ বাংলা রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় কীর্তন ও পূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে গৈলা বাজারের হরিমন্দিরের সামনে গৈলায় কীর্তন ও পূজা উদযাপন কমিটির সভাপতি সুশান্ত কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কীর্তন ও পূজা উদযাপন কমিটির উপদেষ্টা সমীর ভদ্র, বিবেক কর্মকার, স্বপন মন্ডল, রঙ্গলাল কর্মকার, তরনী পাল, কমিটি সদস্য সত্য মন্ডল, সুনীল দাস, গোপাল শীল, মহিত লাল মন্টুসহ প্রমুখ। পূর্বের কমিটি তাদের আয়-ব্যয়ের হিসাব দিয়ে ২০২০সালের কমিটি ভেঙ্গে দেয়। পরে সর্বসম্মিতক্রমে পূনরায় সুশান্ত কর্মকারকে সভাপতি ও কাজল দাশ গুপ্তকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি গঠন করা হয়েছে।


আরো নিউজ