মুজিব বর্ষের কর্মসূচী হিসেবে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক উপজেলা পর্যায় সচেতনতা সৃষ্টির লক্ষে আগৈলঝাড়ায় খাদ্যের নিরাপদতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ খাদ্য নিরাপদতা অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম’র সভাপতিত্বে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, মোঃ রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, স্যানেটারী ইন্সেপেক্টর সুকলাল সিকদারসহ প্রমুখ।