বরিশালের আগৈলঝাড়ায় গণহত্যা দিবস উপলক্ষে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হাসপাতালের উদ্যোগে বৃহস্পতিবার যোহর নামাজ বাদ হাসপাতাল জামে মসজিদে ২৫ মার্চ গণহত্যায় নিহত সকল শহীদের স্মরনে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মিলাদে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই মিজানুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক জামাল হোসেন, মোঃ নাজমুল ইসলাম, পরিসংখ্যানবিদ শহিদুল ইসলাম, অফিস সহকারী মিজান হোসেন, ল্যাব টেকনোলজিষ্ট মামুন শাহ, ব্যবসায়ী করিম হাওলাদার, সোহেল সরদার, নজরুল সন্যামত প্রমুখ। দোয়া ও মিলাদ পরিচালনা করেন ওই মসজিদের পেশ ইমাম মাওলানা রেজওয়ান।