বরিশালের আগৈলঝাড়ায় গৈলা আল কুরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার উপজেলার গৈলা বাইতুল আমান জামে মসজিদ এর উদ্যোগে আছর নামাজ বাদ গৈলা আল কুরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা কেন্দ্রিয় জামে মসজিদের সভাপতি আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। গৈলা আল কুরআন হাফিজিয়া মাদ্রাসার সভাপতি সৈয়দ মোঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম মাহবুব, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সাইদুল সরদার, সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সবুজ আকন, সাবেক ছাত্র নেতা আশ্রাফুল আলম দুলাল, শরীফ ইলিয়াস, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইক, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক হেমায়েত তালুকদার, যুগ্ন-আহবায়ক সালমান হাসান রিপন, ইউপি সদস্য সবুজ বেপারী, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান হালিম, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম চান, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কবির আকন প্রমুখ। দোয়া ও মিলাদ পরিচালনা করেন গৈলা বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ হেদায়েত উল্লাহ, বাটাজোর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মাসুদুর রহমান গাজী ও গৈলা বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ ওয়ালিউল্লাহ।