বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব ফুল্লশ্রী নূর-এ মদিনা জামে মসজিদ কমিটির উদ্যোগে ৬ষ্ঠ তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিবাগত রাতে ওয়াজ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক সরদার। এসময় অতিথি হিসেবে উপস্থতি ছিলেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু। প্রধান বক্তা ছিলেন ঢাকা সাভার ইসলামীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাচ্ছেরে কুরআন আলহাজ্ব হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ (চাঁদপুরি)। বিশেষ বক্তা ছিলেন বেলুহার নেছারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মিজানুর রহমান, আগৈলঝাড়া কেন্দ্রিয় জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ ফজলুল হকসহ অন্যান্য ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকিয়া ওয়াজ নছিয়ত করেছেন।