সর্বশেষ খবর
বাংলাদেশ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

আগৈলঝাড়ায় পানিতে পরে দুই শিশুর মৃত্যু

আগৈলঝাড়া প্রতিনিধি
দক্ষিণ বাংলা সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় পানিতে পরে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের জাহিদ সরদারের তিন বছরের ছেলে আমির সরদার বাড়ির পাশের পুকুরে পরে নিখোঁজ হয়। বাড়ির লোকজন অনেক খোজাখুজির পর আমিরকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাহেদ হোসেন তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে শনিবার বিকেলে উপজেলার রাজিহার গ্রামের উত্তম হালদারের দুই বছরের ছেলে উদয় হালদার বাড়ির পাশের পুকুরে পরে নিখোঁজ হয়। বাড়ির লোকজন অনেক খোজাখুজির পর উদয় হালদারকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ হাফিজুর রহমান দিপু তাকে মৃত ঘোষণা করেন।


আরো নিউজ