সর্বশেষ খবর
বাংলাদেশ, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

আগৈলঝাড়ায় প্রথমবারের মতো অত্যাধুনিক ডিজিটাল প্রিন্টিং জোনের উদ্বোধন

এস এম শামীম, আগৈলঝাড়া
দক্ষিণ বাংলা বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় প্রথমবারের মতো অত্যাধুনিক ডিজিটাল জোনের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার সদর রোডে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে ‘রায় ডিজিটাল জোন’র শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন। অতিথিরা ফিতা কেটে পরে মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র ছবি প্রিন্টের মাধ্যমে ডিজিটাল জোনের উদ্বোধন করেন। আগৈলঝাড়া প্রেসক্লাব সদস্য, রায় ডিজিটাল জোনের সত্বাধিকারী জয় রায় জানান, ডিজিটাল ব্যানার, ফেস্টুন, ষ্টিকার, বিলবোর্ড তৈরীর জন্য এখন আর উপজেলাবাসীকে রাজধানী ঢাকা, জেলা শহর বরিশাল বা অন্য কোথাও যেতে হবে না। সর্বাধুনিক জাপানী মেশিনে বিভিন্ন রং ও ডিজাইনের যাবতীয় কাজ করা যাবে এই প্রতিষ্ঠানে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল বাশার হাওলাদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমনী কান্ত সরকার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক, আগৈলঝাড়া প্রেসক্লাব সদস্যবৃন্দসহ স্থানীয় ব্যবসায়িরা।


আরো নিউজ