আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় ৬৯টি খ্রীষ্টানদের গির্জায় সরকারী বরাদ্দের ১৫লক্ষ ৪৪হাজার ৪শত ২৭টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম এর সভাপতিত্বে ৬৯টি গির্জার সভাপতি ও সম্পাদকদের হাতে সরকারী বরাদ্দের টাকা বিতরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, শফিকুল ইসলাম টিটু। প্রতিটি গির্জায় ২২হাজার ৩শত ৮৩টাকা করে উপজেলার ৬৯টি গির্জায় ১৫লক্ষ ৪৪হাজার ৪২৭টাকা বিতরণ করা হয়েছে।