বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আগৈলঝাড়া প্রেসকাবের সাবেক সাধারন সম্পাদক ডাঃ মাহবুবুল ইসলাম (মাহবুব) এর পিতা ও গৈলা দাখিল মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা আবু তাহের (৯৬) বার্ধক্যজনিত কারনে মঙ্গলবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল মঙ্গলবার প্রথমে গৈলা দাখিল মাদ্রাসা মাঠে ও ২য় জানাজা দক্ষিণ শিহিপাশা আল শামস ঈদ গাঁ মাঠে বাদ আছর মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, সাবেক ভাইস চেয়ারম্যান জসিম সরদার, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ লিটনসহ আগৈলঝাড়া প্রেসকাবের সকল সদস্যরা শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।