বরিশালের আগৈলঝাড়ায় হাসপাতাল থেকে এক যুবতী শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের মাইনুদ্দিন সরদারের মেয়ে এসএসসি পাশ করা সুমাইয়া আক্তার (১৬) পাশ্ববর্তি মাগুরা গ্রামে তার ফুফা পান্না ঢালীর বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে সুমাইয়া ফুফা বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খুঁজে সুমাইয়াকে পুকুরের পানি থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে নেয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সৈকত জয়ধর সুমাইয়াকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে এসআই মনিরুজ্জামান হাসপাতাল থেকে সুমাইয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সুমাইয়ার স্বজনেরা পুলিশকে জানিয়েছেন যে, সুমাইয়া মৃগী রোগী ছিল। গোসল করতে গিয়ে পানিতে পরে আর হয়তো উঠতে পারেনি।