বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। হামিদুল ইসলাম মহিদুলকে আহবায়ক ও রাতুল ইসলাম সায়েদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টায় বরিশাল জেলা ছাত্রদল সভাপতি মো.মাহফুজুল আলম মিঠু ও সাধারন সম্পাদক মো.কামরুল আহসান এই আহবায়ক কমিটি ঘোষনা করেন। কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ন-আহবায়ক আবু বকর সিদ্দিক, সাব্বির আহাম্মেদ, মিরাজ শাহসহ ১৩জন ও সুজন খানসহ ৬জনকে সাধারন সদস্য করে ২১সদস্য বিশিষ্ট ছাত্রদলের উপজেলা আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর উপজেলা ছাত্রদলের কমিটি ভেঙ্গে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।