৩০ এপ্রিল আন্তর্জাতিক শারীরিক শাস্তি বন্ধ দিবস ২০২২ উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক এপিসি প্রকল্প বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ২৭ ও ২৮ এপ্রিল ২০২২ তারিখে যথাক্রমে চন্দ্রদ্বীপ শিশু, কিশোর- কিশোরী ক্লাব, তটিনী শিশু কিশোর কিশোরী ক্লাব ও দুর্বার শিশু কিশোর কিশোরী ক্লাবে শিশুর শারীরিক শাস্তি কি, শারীরিক শাস্তি প্রকার/ধরণ, ফলাফল, শারীরিক শাস্তি বন্ধের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। সবশেষে ইফতার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনিসেফ প্রতিনিধি VACW প্রোগ্রাম কোর্ডিনেটর মাইকেল মন্ডল ও প্রকল্পের সিআরএফ সুবীর কুমার সাহা।