সর্বশেষ খবর
বাংলাদেশ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

আমি স্বাধীন সংবাদপত্রে বিশ্বাস করি -সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ বাংলা বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
আমি স্বাধীন সংবাদপত্রে বিশ্বাস করি -সিটি মেয়র

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গতকাল রাতে এনেক্স ভবনে সিটি মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান কার্যকরি পরিষদের নবনির্বাচিত সভাপতি এ্যাড. মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু, সাধারণ সম্পাদক কাজী মিরাজ, সহ-সভাপতি পুলক চ্যাটার্জি, যুগ্ম সাধারণ সম্পাদক এম মোফাজ্জেল, পাঠাগার সম্পাদক রুবেল খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুখেন্দ এদবর, দপ্তর সম্পাদক এম নাসির উদ্দিন, ক্রীড়া সম্পাদক দেওয়ান মোহন, সদস্য নুরুল আলম ফরিদ, নজরুল ইসলাম চুন্নু, কেএম নয়ন, সৈয়দ দুলাল ও সাগর বৈদ্য। এসময় প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের পূর্নস্বাধীনতা দিয়েছে। বরিশালেও এই স্বাধীনতা রয়েছে। আমরা খারাপ কাজ করলে যেভাবে আপনারা কলম ধরেন তেমনিভাবে আমাদেরকে ভালো কাজেও পত্রিকার মাধ্যমে উৎসাহিত করবেন। তিনি বলেন, আমি স্বাধীন সংবাদপত্রে বিশ্বাস করি এবং সে লক্ষ্যে আপনাদের আগামীতেও সহযোগিতা করে যাব।


আরো নিউজ