সর্বশেষ খবর
বাংলাদেশ, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

আল্লাহর দল’র দুই সদস্য গ্রেফতার, জিহাদি বই জব্দ

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
আগৈলঝাড়ায় নারী পলাতক আসামী গ্রেফতার

গাইবান্ধায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান জিহাদি বই ও লিফলেট জব্দ করা হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) পলাশবাড়ী থানার মেরীরহাট বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার উসমান গণি মন্ডলের ছেলে আব্দুল আলীম মন্ডল (৪২) ও খাজা মিয়ার ছেলে শফিউল ইসলাম (২৮)।

র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা মো. হালিউজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আব্দুল আলীম মন্ডল স্বীকার করেন সে নিষিদ্ধ সংগঠন ‘আল্লাহর দল’ এর কুড়িগ্রাম জেলায় প্রধান সমন্বয়ক ছিলেন। শফিউল ইসলাম গাইবান্ধা জেলার পলাশবাড়ী এলাকার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তারা নেতৃস্থানীয় অনুসারীদের কাছ থেকে থেকে বায়াত গ্রহণ করেন। নিয়মিতভাবে দলের জন্য চাঁদা সংগ্রহ ও প্রদান করে আসছেন।

আটককৃত জঙ্গিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।


আরো নিউজ