চরফ্যাশনের আবদুল্লাপুরে স্থানীয় এমপি যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লা আল ইসলাম জ্যাকবকে শুভেচ্ছা জানাতে সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন রাসেলের নেতৃত্বে শুক্রবার জনতার ঢল নেমেছে। জানাগেছে, শুক্রবার দুপুরে আবদুল্লাপুরের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমপি জ্যাকব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরনের কথা থাকলেও নির্ধারিত সময়ের কিছু আগে এমপি ওই অনুষ্ঠানে যোগদান কর্মসূচি বাতিলের বিষয়টি স্থানীয় নেতাদের জানান । পরে শীতার্ত মানুষের মাঝে চেয়ারম্যান আল এমরান প্রিন্সসহ স্হানীয় নেতারা কম্বল বিতরণ করেন। ইউনিয়নটির সাড়ে ৪শত শীতার্ত মানুষের মধ্যে একটি করে কম্বল বিতরণ করা হয়েছে বলে দলীয় সূত্রেে জানাগেছে।
স্হানীয়রা জানান, সকাল ১০টার পর থেকে সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন রাসেল সমর্থকরা স্থানীয় এমপির আগমনকে স্বাগত জানিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে আবদুল্লাপুর বাজারে জড়ো হয়। বিপুল সংখ্যক মানুষের আগমনে তা শোডাউনে রুপ নেয়। কিন্তু এমপির আগমন বাতিলের খবরে নেতা কর্মীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। সময় স্বল্পতার কারণে তিনি কর্মসূচি বাতিল করে স্থানীয় নেতাদের কম্বল বিতরনের নির্দেশ দিয়েছেন বলে দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে।