রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে ১০ হাজার পিচ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তির নাম মোঃ আয়াত উল্লাহ (২৪) সে কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীর কাটা গ্রামের আবদু শুক্ররের ছেলে।
বৃহস্পতিবার ( ৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ বিশেষ জোনের দায়িত্বপ্রাপ্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা’র নেতৃত্বে বিশেষ টিম অভিযান চালিয়ে গর্জনিয়া বাজারের ছাগল বাজার থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা ঘটনার সততা নিশ্চিত করে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ এ অভিযান চলমান আছে থাকবে। এসময় তিনি মাদক নির্মূলে সকলের সহযোগীতা কামনা করেন।