সর্বশেষ খবর
বাংলাদেশ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

কলাপাড়ায় ইয়াবাকারকারী দুই ভাই গ্রেপ্তার

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
দক্ষিণ বাংলা বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
কলাপাড়ায় ইয়াবাকারকারী দুই ভাই গ্রেপ্তার

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবাকারবারী দুই ভাইকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সাড়ে ছয়শ পিস ইয়াবা। গ্রেপ্তারকৃতরা হলেন মেলাপাড়া গ্রামের খলিল ঘরামীর ছেলে আসাব ঘরামী ও মাহাতাব ঘরামী।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কুয়াকাটা থেকে দেড়শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় আসাব ঘরামীকে। রাতে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তার কুয়াকাটার মেলাপাড়া গ্রামের বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে ঘরের মধ্যে মাটির খুঁড়ে পলিথিনে মোড়ানো আরও পাঁচশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ আসাবের ভাই মাহাতাবকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মহিপুর থানায় পৃথক দুটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এ চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তারের চেস্টা চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।


আরো নিউজ