কুড়িগ্রাম সদর উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত ওই শ্রমিকের নাম আয়নাল হোসেন (৩০)। তিনি সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাজিপাড়া গ্রামের মৃত শরমত আলীর ছেলে।
রোববার রাত ১০টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী মহাসড়কের পাটেশ্বরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।কুড়িগ্রাম সদর থানার ওসি খাঁন মোহাম্মদ শাহরিয়ার প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, উপজেলার পাটেশ্বরী বাজার এলাকায় আয়নাল রাস্তা পার হচ্ছিলেন।
এসময় নাগেশ্বরী থেকে কুড়িগ্রামগামী রাইজিং ট্যান্সপোর্ট নামের একটি কাভার্ডভ্যানের তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। স্থানীয়রা গাড়িটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।