কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ফুলমতি গ্রামের সরেমুদ্দিনের ছেলে শাহাব উদ্দিন (৪০) এক শিশুকন্যাকে (৫) কৌশলে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে পাশের লোকজন জড়ো হলে শাহাব উদ্দিন কৌশলে পালিয়ে যায়।
নাওডাঙ্গা ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, বিষয়টি দুঃখজনক। তারপরেও মীমাংসা করার জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু সমাধান করা সম্ভব হয়নি।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, শিশু ধর্ষণের চেষ্টায় থানায় মামলা দায়ের হয়েছে। শিশুটির মেডিকেল চেকআপ ও আদালতে জবানবন্দী রেকর্ড করার জন্য প্রেরণ করা হয়েছে।