সর্বশেষ খবর
বাংলাদেশ, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

গলাচিপায় সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদের বাবা আর নেই

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
দক্ষিণ বাংলা সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
গলাচিপায় সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদের বাবা আর নেই

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক ও বেইজবিল্ড একাডেমীর প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের পিতা ও কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. মামুন আজাদের দাদা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রনগোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মরহুম হাজী দেলোয়ার হোসেন মৃধা সোমবার ভোর ৫.২০ মিনিটে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০৩ বছর। তিনি এক ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার তার গ্রামের বাড়ি দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়। তার মৃত্যুতে পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম শাহাজাদা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ্, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে, দশমিনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।


আরো নিউজ