গাজীপুরের কাশিমপুর এলাকার একটি কারখানার ঝুট গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
শনিবার (২০ মার্চ) রাত ৮টার দিকে মনি ফ্যাশনের ঝুট গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিক আগুন লাগারও কারণ জানাতে পারেননি।