বরিশালের গৌরনদীতে প্রতিপক্ষ মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় অপর মেম্বর প্রার্থীর সমর্থক আহত হয়েছে। আহত মিরাজ বেপারীকে (৩০) গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বার্থী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঙ্গিলা গ্রামে মোরগ মার্কার মেম্বার প্রার্থী নান্টু সরদারের সমর্থকরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফুটবল মার্কার খান নজরুল ইসলাম লাভলুর সমর্থক মিরাজ বেপারী উপর এ হামলা চালায়। এ ঘটনায় শুক্রবার সকালে গৌরনদী মডেল থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শস্যাশায়ী মিরাজ বেপারী অভিযোগ করে বলেন, স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ফুটবল মার্কার প্রার্থী খান নজরুল ইসলাম লাভলুর সমর্থক ছিলাম। নির্বাচনের তফশিল ঘোষনার পর থেকেই প্রতিপক্ষ মোরগ মার্কার মেম্বার প্রার্থী নান্টু সরদারসহ তার সমর্থকরা আমাকে নানা ভাবে হুমকি দিয়ে আসছিল। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নান্টু সরদারের সমর্থকরা আমাকে কথা শুনতে ঘর থেকে বের হতে বলেন।
আমি বসত ঘর থেকে বের হলে আমাকে ধরে নিয়ে বাড়ির সম্মুখে দোকান ঘরের সামনে নিয়ে বেধরক পিটিয়ে আহত করে। এ সময় দোকানের সম্মুখে প্রতিপক্ষ প্রার্থী নান্টু সরদার বসা ছিল। আমার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা স্থান ত্যাগ করে। পরবর্তীতে আমাকে ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে আহত মিরাজ বেপারীর মা সেতারা বেগম বাদি হয়ে শুক্রবার সকালে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য নান্টু সরদারের মুঠো ফোনে একাধিকবার ফোন দেয়া হলে ফোন রিসিভ করেননি।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।