সর্বশেষ খবর
বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান

গৌরনদী প্রতিনিধি
দক্ষিণ বাংলা মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান

২০২০ সালে এসএসসি পরীক্ষায় বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় থেকে মোঃ মিয়াদ খান উপজেলার মধ্যে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করায় তাকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

সোমবার কুতুবপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা টি.এম রেজাউল করিমের সভাপতিত্বে সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম প্রিন্স. নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন খান, প্রধান শিক্ষক সুধাংশু কুমার মাঝিসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। শেষে মেধাবী ছাত্র মোঃ মিয়াদ খানকে অতিথিরা সম্মাননা স্বারক তুলে দেন।


আরো নিউজ