বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হারিছুর রহমান হারিছ বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৩ হাজার ২৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী জহির সাজ্জাদ হান্নান পেয়েছেন ৬৭৯ ভোট।
এর আগে শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাত পৌনে ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম।
তিনি জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ পৌরসভায় মোট ভোটার ৩৩ হাজার ৪০৮ জন। ভোট দিয়েছেন ২৩ হাজার ৯৫১ জন। বাতিল হয়েছে ২৪২ ভোট। সেই হিসেবে ভোট পড়েছে ৭১ দশমিক ৯৬ শতাংশ।
এদিকে নির্বাচনে পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া ও ভোটারদের কাছ থেকে ব্যালট ছিনিয়ে নেয়ার অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী জহির সাজ্জাদ হান্নান। পাশাপাশি তিনি পুননির্বাচনের দাবি করেছেন। শনিবার দুপুরে দক্ষিণ বিজয়পুর এলাকার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তিনি।