সর্বশেষ খবর
বাংলাদেশ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে বরিশালে তিনটি দোকান ও তিনটি বসতঘর ভস্মিভূত

নিজস্ব প্রতিনিধি
দক্ষিণ বাংলা বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
থানচি দুর্গম বড় মদকে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজার পুড়ে ছাই

নগরীর ২৪ নং ওয়ার্ডের ধান গবেষনা সংলগ্ন জিয়া নগর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে তিনটি দোকান ও তিনটি বসতঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার বাসিন্দা আল-আমিনের বাড়ি থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আল-আমিনের বাড়ির ভাড়াটিয়া আবুল কালামের স্ত্রী দুপুরের রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে আগুনের সূত্রপাত হয়। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও মুহুর্তের মধ্যে পাশ্ববর্তী ঘর ও দোকানে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে তিনটি বসতঘর ও তিনটি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়।

অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক আল-আমিন। বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর ফায়ার স্টেশনের কর্মকর্তা মোঃ সজিব জানান, অগ্নিকান্ডের সময় সবাই ঘর থেকে বেরিয়ে আসায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।


আরো নিউজ