বরিশালের আগৈলঝাড়ায় জিংক সমৃদ্ধ বীজ ধানের উৎপাদন বৃদ্ধি ও সর্বস্তরে জিংক ধানের চাষাবাদ ও খাদ্য হিসেবে ব্যবহারের উপর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হারভেস্টপ্লাস বাংলাদেশ এর উদ্যোগে গৌরনদী সিসিডিবির বাস্তবায়নে মঙ্গলবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল আঞ্চলিক ধান গবেষণা প্রশিক্ষন কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ প্রজনণ) ড. মো. আলমগীর হোসেন। প্রধান অতিথি ড. মো. আলমগীর হোসেন তার বক্তব্যে বলেন, দেশে খাদ্যের কোন সমস্যা নেই, তবে মানবদেহে সুষম খাদ্যের অনেক ঘাটতি রয়েছে। জিংক মানব দেহকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। তাই জিংক সমৃদ্ধ বীজ ধান উৎপাদন বাড়ানোর পাশাপাশি জিংক সমৃদ্ধ বোরো ধান ব্রি-৬৪,৭৪,৮৪ এবং আমন মৌসুমে ব্রি-৬২ এং ৭২ ধানের চাল খাদ্য হিসেবে সবার গ্রহন করা উচিত। তাই চাষিদের জিংক সমৃদ্ধ ধানের উৎপাদন ও চালের উপকারীতার ব্যবহার সম্পর্কে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কাজ করা উচিত বলেও জানান তিনি। আলোচনা সভায় বক্তব্য রাখেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা খলিলুর রহমান, সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া, তপন বসু, হারভেস্ট প্রকল্পের এআরডিও মো. জাহিদ হোসেন, সিসিডিবি কর্মকর্তা সুকল্যান রায় প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার সকল ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।