গাজীপুরে ঘাতক ট্রাক প্রাণ নিল শামীম হোসেন (৩৬) ও রাসেল হোসেন (২৫) নামে দুই যুবকের। শনিবার (৩০ জানুয়ারি) কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প ও বোয়ালী-চাবাগান সড়কের বোয়ালী এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় একটি ট্রাক ব্যাটারি চালিত অটোরিকক্সাকে ধাক্কা দেয়। এতে যাত্রী শামীম হোসেন ঘটনাস্থলে মারা যান।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
অপর দিকে ওইদিন বিকালে উপজেলার বোয়ালী এলাকায় একটি মালবাহী ট্রাকের ধাক্কায় রাসেল হোসেন (২৫) নামে আরেক ব্যাটারি চালিদ অটোরিক্সা যাত্রী ঘটনাস্থলে মারা যান। নিহত রাসেল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ডাপলাপাড়া গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।
ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসনের অনুমতি নিয়ে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।