সর্বশেষ খবর
বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রামের সীতাকুণ্ডের দেওয়ানদীঘি ভরাট বন্ধে হাইকোর্টে রিট

চট্টগ্রাম ব্যুরোঃ
দক্ষিণ বাংলা বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
চট্টগ্রামের সীতাকুণ্ডের দেওয়ানদীঘি ভরাট বন্ধে হাইকোর্টে রিট

চট্টগ্রামঃ

সীতাকুণ্ড উপজেলা সদরের ঐতিহাসিক দেওয়ানদীঘি ভরাট বন্ধ করে দীঘিটি পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে আদেশ দিয়েছেন হাইকোর্ট বাংলাদেশ পরিবেশ ফোরাম রিট মামলাটি করেন।

আজ বৃহস্পতিবার  (৬ আগষ্ট) বিচারপতি তারিকুল হাকিমের ভার্চুয়াল আদালত এই আদেশ প্রদান করেন। মামলায় (নং ১১০৯/২০২০) প্রদত্ত আদেশে দীঘিটি ভরাট বন্ধ করে পূর্ব অবস্থায় ফিরিয়ে এনে আগামী ধার্য তারিখে আদালতকে বিষয়টি অবহিত করতে চট্টগ্রাম জেলা প্রশাসক,চট্টগ্রাম জেলা পুলিশ সুপার,পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সীতাকুণ্ড থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ পরিবেশ ফোরামের পক্ষে মামলাটি শুনানি করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আলী আজম।

তিনি বলেন,মাননীয় বিচারক আমাদের দায়েরকৃত আর্জি আমলে নিয়ে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট বিবাদিগন আদালতের নির্দেশ যথাযত পালন করার বিষয়ে আমরা আশাবাদী।

বাংলাদেশ পরিবেশ ফোরাম চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক ড. ইদ্রিছ আলী বলেন, আমরা মানব বন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছি। কিন্তু দেওয়ানদীঘি দখল ভরাট বন্ধ হয়নি।যে কারনে বাধ্য হয়ে আমাদের আদালতে যেতে হয়।


আরো নিউজ