সর্বশেষ খবর
বাংলাদেশ, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

চরফ্যাশনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

শাহাবুদ্দিন সিকদার, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
দক্ষিণ বাংলা বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
চরফ্যাশনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

ভোলার চরফ্যাশনের শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া কম্বল বিতরণ করেছেন স্থাণীয় সাংসদ। গতকাল বুধবার স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রিড়া মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লা আল ইসলাম জ্যাকব নয়টি ইউনিয়নের চার হাজার শীতার্ত মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করেছেন। দুপুর ১২ টায় নীলকমল ইউনিয়নে মুন্সির হাট হাই স্কুল মাঠে কম্বল বিতরণ করেছেন স্থানীয় সাংসদ। এসময় নীলকমল ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে আবু বকরপুর ইউনিয়নের উত্তর আবু বকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জ্যাকব এমপি অসহায় ও গরিবদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুুরুল ইসলাম ভিপি, চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক মনির উদ্দিন চাষী, আবু বকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ জমাদার , আবু বকরপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম, সহ সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক নুর হোসেন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান প্রমুখ। বিতরণকৃত ইউনিয়নগুলো হচ্ছে আসলামপুর, ওমরপুর, ওসমানগঞ্জ, আবু বকরপুর, নীলকমল, হাজারীগঞ্জ, জাহানপুর, চরমানিকা, নজরুল। এসব ইউনিয়নগুলোতে কম্বল বিতরণ কালে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগন এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন বলে জানাগেছে।


আরো নিউজ