বরিশাল নগরের ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক এলাকায় ডোবায় শাক তুলতে গিয়ে আনুমানিক ৪৫ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ঠান্ডায় তার এ মৃত্যু হয়েছে। তবে মৃত্যুবরণ করা ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছেন কোতয়ালি মডেল থানার এসআই সুলতান। তিনি বলেন, স্থানীয়ভাবে জেনেছি লোকটি চৌমাথা বাজার ও নথুল্লাবাদে কচুর শাক, কলমি শাক, থানকুনি পাতা বিক্রি করতেন। তার পরিচয়ের সন্ধানে এই দুই বাজারে ছবি ঝুঁলিয়ে দিয়েছি।স্থানীয় উদ্ধারকারী বাসিন্দা আব্দুল মান্নান বলেন, আনুমানিক ৪৫ বছর বয়স হবে তার। প্রায়ই আমাদের এলাকায় বিভিন্ন ডোবায় খুব ভোরে শাক তুলতে আসতো।
শুক্রবার (১৫ জানুয়ারি) তিনি শাক তুলছিলেন। ফজরের নামাজের পর গিয়ে দেখি একটি ডোবায় পানির মধ্যে বসে আছেন। শিতে কাঁপছিলেন মানুষটি। ডাক দিলেও কোন সারা দিচ্ছিলেন না। আমি আশপাশের লোক ডেকে এনে তাকে পানি থেকে তুলে রাস্তায় বসিয়ে শরীর গরম করার জন্য গরম কাপড় পড়াই। হাতে-পায়ে তুল মালিশ করি। তখনও কোন কথা বলতে পারছিলেন না। থরথর করে কাপছিলেন।মান্নান আরও বলেন, শেষ বার তাকে বলছিলাম চা খাবেন? তিনি ইশারা করেছিলেন হ্যা। চা এনে মুখের সামনে পর্যন্ত নিয়েছি। তখনই শ্বাসে উল্টো টান দিয়ে ঢলে পড়ে যান।এসআ্ই সুলতান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয় মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। শনিবার ময়নাতদন্ত হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।