সর্বশেষ খবর
বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

তীরে এসে বিদ্রোহী প্রার্থীর কাছে ডুবে গেল নৌকা

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
তীরে এসে বিদ্রোহী প্রার্থীর কাছে ডুবে গেল নৌকা

তীরে এসে ডুবে গেল নৌকা। রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভায় আ’লীগের বিদ্রোহী সাইদুর রহমান ৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

তিনি জগ প্রতীকে মোট ৫ হাজার ৪৫৯ ভোট পেয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমির হোসেন আমীন পেয়েছেন ৫ হাজার ৩৯৮ ভোট। বিএনপি মনোনীত প্রার্থী পেয়েছেন ৩৩৮১ ভোট।

ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, নির্ধারিত সময়ে উৎসব-আমেজে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়। পরে গণনা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার সুশান্ত কুমার মাহাতো ফলাফল ঘোষণা করেন।

আজ ৩০ জানুয়ারি মুন্ডুমালা পৌরভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে ভোটার সংখ্যা ১৭ হাজার ৬৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৬৭১ জন ও নারী ভোটার ৯ হাজার ৯৮৯ জন।


আরো নিউজ