থানচি উপজেলার দুর্গম বড় মদক বাজার পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর)আনুমানিক ভোর সাতটার দিকে রেমাক্রি ইউনিয়নের বড়মদক বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে বাজারের ২০ টি দোকান ঘর ভস্মীভূত হয়েছে।বাজারের দোকান রক্ষাত্বে আগুন নেভাতে গিয়ে ১২টি দোকান ঘর ভেঙে ফেলা হয়। আগুনে পুড়ে যাওয়া ২০টি দোকান সহ প্রায় ৫০টি মতো দোকান ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।
রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুইশৈথুই মারমা এই ঘটনার নিশ্চিত করে বলেন,উপজেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এই বড় মদক বাজার টি। এলাকাটি দুর্গম হওয়ায় এবং এই বাজারে একমাত্র যাতায়াত ব্যবস্থা সাঙ্গু নদী পথ। যাতায়াতের কোনো ব্যবস্থা না থাকায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে বাজারের ২০ টিরও বেশি দোকান ঘর পুড়ে যায়। এ সময় বিজিবি সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।