দেশের কণ্ঠ সম্পাদকের গোপালগঞ্জ প্রেসক্লাব পরিদর্শন

রাতুল হাসান,গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
দক্ষিণ বাংলা শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

দেশের শীর্ষস্থানীয় দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলমগীর হোসেন গোপালগঞ্জ প্রেসক্লাব(জিপিসি)পরিদর্শন করেছেন।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকা হতে খুলনার কয়রা উপজেলায় তার গ্রানের বাড়িতে যাওয়ার সময় গোপালগঞ্জ যাত্রা বিরতিকালে এ পরিদর্শন করেন।
এসময় গোপালগঞ্জ প্রেসক্লাব (জিপিসি) সদস্যদের সাথে মতবিনিময় করে ক্লাব উন্নয়নে বেশ কিছু দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। এছাড়াও গোপালগঞ্জ প্রেসক্লাব (জিপিসি) সকল ভালো কাজের সঙ্গে থাকার বিষয়ে আশ্বস্ত করেন সম্পাদক আলমগীর হোসেন।
পরিদর্শনকালে গোপালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোজাহারুল হক বাবলু, সাধারণ সম্পাদক মুন্সী সাদেকুর রহমান শাহীন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ, দেশের কণ্ঠ পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সদস্য পলাশ সিকদার, স্থানীয় দৈনিক ভোরের বাণী পত্রিকার জেলা প্রতিনিধি আনিছুল ইসলাম জার্মান, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার কোটালিপাড়া উপজেলা প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস, প্রেসক্লাব সদস্য বিল্লাল হোসেন, রাতুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো নিউজ