সর্বশেষ খবর
বাংলাদেশ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিয়াজ মাহমুদ, পটুয়াখালী প্রতিনিধি
দক্ষিণ বাংলা রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
লামায় এক দিনের ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পটুয়াখালীর বাউফলে পুকুরে পানিতে ডুবে মোঃ ইয়ামিন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৭ জানুয়ারি) বিকাল ৫টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। শিশু ইয়ামিন নাজিরপুর ইউনিয়নের তাতের কাঠি গ্রামের বাসিন্দা মনির হোসেনের ছেলে।

নিহতের স্বজন সাদ্দাম বলেন, বিকেলে অন্য শিশুদের সাথে ইয়ামিন খেলতে বের হয়। সন্ধ্যা হওয়ার কিছুক্ষন আগে স্বজনরা তাকে দেখতে না পেয়ে খোঁজখুঁজি করে। অনেক খোঁজাখুজির পর পাশের বাড়ির পুকুরে তাকে ভাসতে দেখে উদ্ধার করে । পরে বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শামিমা আক্তার হিরা বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো নিউজ