সর্বশেষ খবর
বাংলাদেশ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

পোলিং এজেন্টের উপস্থিতিতে ভোট গননা করা হবে: রির্টানিং অফিসার

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
পোলিং এজেন্টের উপস্থিতিতে ভোট গননা করা হবে: রির্টানিং অফিসার

রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নুরুল আলম বলেছেন, আসন্ন পৌরসভা নির্বাচনে ভোট গ্রহনের পর প্রতিটি কেন্দ্রে পোলিং এজেন্টদের উপস্থিতে ভোট গননা শেষ করে ফলাফল বুঝিয়ে দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপজেলা সদরে ফিরবেন। ভোট কেন্দ্রে যে কোন প্রকার দায়িত্ব অবহেলা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আসন্ন গৌরনদী পৌরসভা নির্বাচন উপলক্ষে সোমবার প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজে উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষণ ও কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান তালুকদার। প্রশিক্ষক হিসেবে ছিলেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ সোহেল সামাদ, সেক মুহাম্মদ জালাল উদ্দিন, মোঃ আবদুল হাই-হাদী, সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মান্নান, বানারীপাড়া নির্বাচন অফিসার মোঃ মনিরুজ্জামান। প্রশিক্ষণ কর্মশালায় ৩১৮ জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার অংশ গ্রহন করেন।
উল্লেখ্য, আগামি ৩০ জানুয়ারি গৌরনদী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।


আরো নিউজ