সর্বশেষ খবর
বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

প্রতিপক্ষকে ফাসাতে ভাইর ছেলে অপহরণের নাটক সাজিয়ে চাচার মামলা

রিয়াজ মাহমুদ, পটুয়াখালী প্রতিনিধি
দক্ষিণ বাংলা শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
প্রতিপক্ষকে ফাসাতে ভাইর ছেলে অপহরণের নাটক সাজিয়ে চাচার মামলা

জমি-জমি বিরোধ নিয়ে প্রতিপক্ষকে ফাসাতে ভাইর ছেলে শাহিন গাজীকে অপহরণের নাটক সাজিয়ে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) রাত ৯ টায় ঢাকার পোস্তোখলা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শাহিন গাজীকে উদ্ধার করে পুলিশ। অপহরণের ২ বছর পরে মূল রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। পুলিশ সুত্রে জানাগেছে, ২০১৯ সালের ৯ মার্চ সকালে শাহিন গাজী লাউকাঠি ওয়াপদা কলনী নূরানী মাদ্রাসা হতে বাড়ি আসার পথে নিখোঁজ হয়। পরে শাহিনের বড় ভাই মো. বশির উদ্দিন পটুয়াখালী সদর থানায় একটি নিখোঁজ হওয়ার সাধারণ ডাইরি নং ৩৯৩ দায়ের করেন। ২০১৯ সালের ১৮ অক্টোবর মাসে চাচা গাজী হাবিবুর রহমান নিখোঁজ ভাইর ছেলেকে খুঁজে পেতে সিআর-৯৭৪ মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. মুকিত হাসান জানান, ২ বছর আগে জমি-জমি বিরোধ নিয়ে প্রতিপক্ষকে ফাসাতে ভাইর ছেলে শাহিন গাজীকে অপহরণের নাটক সাজিয়ে চাচা গাজী হাবিবুর রহমান কোর্টে মামলা দায়ের করেন। এরপর পুলিশের একাধিক টিম বিষয়টি তদন্ত করেছে। অবশেষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৯টার পর ঢাকার পোস্তোখলা এলাকায় অভিযান চালিয়ে শাহিন গাজীকে উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে শাহিন গাজী বলেন, তাকে কেউ অপহরণ করেনি। মূলত প্রতিপক্ষকে ফাঁসাতে এই মামলা করেন তার চাচা। কোর্টের মাধ্যমে শাহিনকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আরো নিউজ