‘সখি ভালোবাসা কারে কয়…, ভালোবাসাহীন অতৃপ্ত হৃদয়’ তাইতো ভালোবাসা দিবসে দাবি আদায়ে ব্যানার হাতে রাজপথে ওরা! করেছে পুঁজিবাদী প্রেম বিরোধী বিক্ষোভ মিছিল।
‘প্রেমের সুষম বণ্টন চাই’ ‘পুঁজিবাদী প্রেম চলবে না, চলবে না’ ‘তুমি কে, আমি কে- বঞ্চিত, বঞ্চিত, দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়, প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’ ‘একটা একটা ডাবল ধর, ধইরা ধইরা সিঙ্গেল কর, কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না’ আরও কতো কী শ্লোগান তাদের শাণিত কণ্ঠে!
রোববার (১৪ ফেব্রুয়ারি)। পহেলা ফাল্গুন। একই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। এদিন কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে একদল অবিবাহিত প্রেম পিপাসু। প্রেমের সুষম বিভাজনের দাবিতে ‘বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদ’ নামে সংগঠনের কিশোরগঞ্জ জেলা শাখার সদস্যরা এ বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে।
রোববার বিকেল ৫টায় বিক্ষোভ মিছিলটি কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন ওয়াচ-টাওয়ার এলাকা থেকে শুরু হয়ে ওয়াকওয়ে ধরে মুক্তমঞ্চে নরসুন্দা লেক সিটি পাড়ের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে বক্তারা বলেন, বিশ্ব ভালোবাসা দিবসে আমরা বঞ্চিত। অনেকে চার-পাঁচটা প্রেম করে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা একটাও পাচ্ছি না। আমরা প্রেমের এমন বণ্টন চাই না। সুষম বণ্টন চাই। তবে আমরা প্রেমের বিরোধী নই। ১৪ ফেব্রুয়ারি প্রেমের নামে যে ভণ্ডামি চলে তার প্রতিবাদ করছি। একজন চার-পাঁচটা প্রেম করে, আমরা সেটার প্রতিবাদ জানাই।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো. নাজমুল সাদ্দাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা মো. পারভেজ হাসান, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. রকিবুল হাসান, সাধারণ
সম্পাদক আব্দুল আহাদ রান প্রমুখ।