নোয়াখালীর কোম্পানীগঞ্জে রিতু আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ মার্চ) দুপুরে চরকাঁকড়া ৬ নম্বর ওয়ার্ড থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানা সহকারী পরিদর্শক (এসআই) মো. এমরান।
তিনি জানান, রিতু স্থানীয় মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে ওই এলাকার প্রবাসী সামছু উদ্দিনের মেয়ে।
রিতুর ভাই আরিফ বলেন, ‘তারা দুই ভাই এক বোন। রিতুর মানসিক সমস্যা ছিল। রোববার সকালে দুই ভাই কাজে এবং তাদের মা পারিবারিক কাজে বাজারে গেলে কোনো এক সময় ফাঁকা ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন,‘ ঘটনাটি তদন্ত চলমান আছে। স্কুলছাত্রীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।