ফিলিপাইনে আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। দেশটির ভলকোলজি অ্যান্ড সিজমোলজি ইনস্টিটিউট (ফিভলকস) এ তথ্য জানিয়েছে।
ফিলিপিনো সংবাদমাধ্যম ইনকোয়ারারের তথ্যমতে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ২৩ মিনিটে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্পটি।
এর কেন্দ্র ছিল দাভাও অকিসিডেন্টাল থেকে ২৩১ কিলোমিটার দূরে। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে পাঁচ মাত্রার কম্পন অনুভূত হয়েছে সুদূর জেনারেল সান্তোস শহরে, চার মাত্রার কম্পন দাভো শহরে, দুই মাত্রার কম্পন অনুভূত হয়েছে বিসলিগ এবং সুরিগাও ডেল সুর শহরেও।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পটিতে বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে, গত ২৫ ডিসেম্বর বড়দিনে দেশটির রাজধানী ম্যানিলায় আঘাত হেনেছিল ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প।