বরিশালের আগৈলঝাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাগধা প্রগতি সমাজ কল্যাণ যুব সংঘের আয়োজনে ৪০টিম বিশিষ্ট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে পূর্ব বাগধা ক্লাব মাঠে বাগধা ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টির সভাপতিত্বে উদ্বোধন পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন পাইক, আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদার, আবুল বাশার হাওলাদার, এয়ার ফারুক বখতিয়ার, উজ্জল লাহেড়ী, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউনুছ মিয়া, সাধারন সম্পাদক বজলুর রহমান, যুবলীগ নেতা শরীফ ইলিয়াস, ফয়জুল সেরনিয়াবাতসহ প্রমুখ। পরে অতিথিরা খেলা উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় উত্তর চাঁদত্রিশিরা স্পোর্টিং ক্লাব বনাম দুশমী টাইগার ক্লাব খেলায় অংশগ্রহন করেন।